উত্তপ্ত সামাগুড়ি, কংগ্রেস-বিজেপির হাতাহাতি, আহত ১৫ সাংবাদিক

বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : সামাগুড়ি বিধানসভা উপনির্বাচন কেন্দ্রে উত্তেজনা বিরাজ করছে।সামাগুড়ির কংগ্রেস প্রার্থী তানজিল হুসেন মনোনয়নপত্র দাখিল করে ফেরার সময় জাতীয় সড়ক পাওয়ার আগে বিজেপির এক সভাস্থল পার হওয়ার সময় এক উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
পুলিশের সামনে বিজেপির একাংশ  গুণ্ডাবাহিনী সাংবাদিকদের মারধরের ঘটনাও ঘটেছে। বিজেপির গুণ্ডারা প্রথমে কংগ্রেস কর্মীদের ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দেয়।

পরিস্থিতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। বিজেপির গুণ্ডাবাহিনী হাতে লাঠি ও অন্যান্য সামগ্রী নিয়ে আক্রমণ করে। সেসময় কর্তব্যরত কয়েকজন সাংবাদিকও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করেন। তাদেরও টার্গেট করেছে বিজেপি গুণ্ডারা।

উত্তপ্ত সামাগুড়ি, কংগ্রেস-বিজেপির হাতাহাতি, আহত ১৫ সাংবাদিক

হামলায় প্রায় ১৫ সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে চামগুড়িতে প্রতিদিনের সাংবাদিক নয়নমণি শইকিয়া। তারা নয়নমণির ভিজ্যুয়াল সংগ্রহের জন্য ব্যবহৃত মোবাইল ফোনটিও কেড়ে নেয়।

হামলায় বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের সামনে এ দৃশ্য ঘটলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। পরবর্তীতে সংবাদকর্মীরা সামাগুড়ি থানার সামনে প্রতিবাদ জানান। তবে মন্ত্রী পীযূষ হাজরিকা বিষয়টিতে হস্তক্ষেপ করে আজ রাতের মধ্যে সাংবাদিকদের মারধরকারী গুণ্ডাদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উত্তপ্ত সামাগুড়ি, কংগ্রেস-বিজেপির হাতাহাতি, আহত ১৫ সাংবাদিক

এদিকে সামাগুড়ির বারমায় আরেকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। বিজেপির গুণ্ডারা এক সরকারি কর্মচারীকে মারধর করা হয়েছে।  তার ব্যবহৃত গাড়িটিও ভাঙচুর করে।

এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। কিশোরকুমার নাথ নামে পিডব্লিউডি কর্মচারী সামাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

Author

Spread the News