স্কুল বাস উল্টে আহত ১৫ শিশু

২৮ এপ্রিল : রাঁচির মান্দারে স্কুল বাস উল্টে গিয়ে বিপত্তি। ঘটনার জেরে ১৫ জন শিশু আহত হয়েছে। অভিযোগ, বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন বাসের চালক। তাতেই ঘটে এই বিপত্তি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার জেরে ১৫ টি শিশু আহত হয়েছে। তাঁদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কারও চোট গুরুতর নয়। গাড়ির চালক পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজ চলছে। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

তাঁরা বলেন, শিশুদের সুরক্ষার বিষয়টি নিয়ে উদাসীন স্কুল কর্তৃপক্ষ। বাসের স্টিয়ারিং হাতে নেওয়ার আগে চালক মদ্যপ রয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখা হোক। এই ঘটনার পর বিষয়টি নিয়ে সতর্ক হোক স্কুল কর্তৃপক্ষ। অন্য এক অভিভাবক অভিযোগ করেন, বাসটি জোরে চলছিল এবং চালক ফোনে কথা বলছিলেন। এরপরই এই দুর্ঘটনা ঘটে। বাসটি এদিন ৪৫ মিনিট দেরিতে চলছিল। সময়মতো পৌঁছনোর জন্যেই চালক দ্রুত বাস চালাচ্ছিলেন। শুরু হয়েছে পুলিশি তদন্ত।

Author

Spread the News