ভূমিধস ও আকস্মিক বন্যায় মৃত্যু ১৪ জনের নেপালে

২৮ জুন : ভারী বৃষ্টিতে বিপর্যস্ত নেপাল। বিগত ২৪ ঘণ্টায় ভূমিধস ও আকস্মিক বন্যার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৪ জন। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে খবর।

সূত্রের খবর, ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে নেপালের পার্বত্য এলাকায়। এখনও পর্যন্ত ভূমিধসে ৮ জন, বজ্রপাতে ৫ জন ও বন্যায় ১ জন প্রাণ হারিয়েছেন। ধস ও বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লামজুং (Lamjung) জেলা। জায়গাটি কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। লামজুংয়ে ধসে গিয়েছে তিনটি বাড়ি। সেখানেই ২ শিশু সহ ৪ জনের মৃত্যু হয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বর্ষা শুরু হওয়ার পর থেকে প্রাকৃতিক বিপর্যয়ে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন। এঁদের মধ্যে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ১৩ জনের। বৃষ্টিতে পড়শি দেশের অন্তত ৩৩ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, প্রতিবছরই বর্ষাকালে বন্যা এবং ভূমিধসের কারণে নেপালে প্রাণ হারান শতাধিক মানুষ।

Author

Spread the News