হাইলাকান্দি থেকে গুয়াহাটি যেতে ১৪ টি অমৃত কলস প্রস্তুত
বরাক তরঙ্গ, ১৪ অক্টোবর : হাইলাকান্দি পুরসভার ১৬টি ওয়ার্ড থেকে সংগ্রহ করা অমৃত কলসগুলির মাটি একত্রিত করে দুইটি অমৃত কলস শনিবার তৈরি করে পুরসভা কার্যালয়ে রাখা হয়েছে। এর আগে ডিসট্রিক্ট লাইব্রেরিতে রাখা অমৃত কলসগুলি শোভাযাত্রা করে পুরসভা কার্যালয় নিয়ে যাওয়া হয়। এই শোভা যাত্রার আগে জলসেচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এর কার্যালয়ে রাখা অমৃত কলসগুলি এসএইচজির কর্মকর্তারা শোভাযাত্রা করে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নিয়ে আসেন। এই উপলক্ষে পুরসভার কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। এতে পুরপতি কল্যাণ গোস্বামী এবং জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে প্রাসঙ্গিক ভাষণে অমৃত কলস যাত্রায় জেলার এস এইচজিগুলির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রশাসনিক নোডাল অফিসার মাহবুবুর রহমান পারভেজ লস্কর, পুরসভার এক্সিকিউটিভ অফিসার গৌতম প্রিয় মোহন্ত, সিনিয়র সিটিজেন নারায়ন দেবনাথ উপস্থিত ছিলেন। উল্লেখ, হাইলাকান্দি শহরের ১৬ টি ওয়ার্ড থেকে একটি করে অমৃত কলস সংগ্রহ করা হয়। তবে ১৩ নম্বর ওয়ার্ড থেকে দুটি এবং সিনিয়র সিটিজেনদের কাছ থেকে আরও একটি অমৃত কলস সংগ্রহ করা হয়। সংগ্রহ করা এই ১৯ টি অমৃত কলস থেকে মাটি একত্রিত করে শনিবার দুটি কলস তৈরি করা হয়।
এদিকে লালা পুরসভায়ও শনিবার দুটি কলস গুয়াহাটি নিয়ে যাবার জন্য প্রস্তুত করা হয়েছে। পুরসভার দশটি ওয়ার্ড থেকে সংগ্রহ করা কলস গুলির মাটি একত্রিত করে শনিবার দুটি কলস প্রস্তুত করা হয়েছে। শনিবার লালা পুরসভার কার্যালয়ে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে, পুরনেত্রী টুরসী রায়, পুরসভার এক্সিকিউটিভ অফিসার জ্যোতির্ময় দৈমারি উপস্থিত ছিলেন। এদিকে জেলার পাঁচটি ব্লক থেকে দুটি করে অমৃত কলস গুয়াহাটি নিয়ে যেতে ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। ফলে সব মিলিয়ে জেলা থেকে ১৪ টি অমৃত কলস গুয়াহাটি নিয়ে যাওয়া হবে।
প্রতিবেদন : জনসংযোগ, হাইলাকান্দি।