বাল্যবিবাহ : বরাকে গ্রেফতার ১৩৫
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : ফের রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান। বরাকে ১৩৫ জনকে গ্রেফতার করা হল সোমবার রাতে। এর মধ্যে কাছাড়ে গ্রেফতার করা হয়েছে ৩৩, করিমগঞ্জে ৪৭ এবং হাইলাকান্দিতে ৫৫ জন। কাছাড় জেলার কালাইন থেকে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া শিলচর থানা এলাকায় ৩ জন, সোনাইয়ে , ধোয়ারবন্দ থেকে ১, লক্ষীপুরে৩, কাটিগড়ায় ৪, ধলাইয়ে ৪, কচুদরমে ৩ এবং জয়পুরে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
করিমগঞ্জ জেলা থেকে এক রাতে আটক করা হয় ৪৭ জন অভিযুক্তকে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩৩ জন স্বামী এবং ১৪ জন নিকটাত্মীয় দের পাকড়াও করেছে। এদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় মোট ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের রয়েছে। তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন এলাকায় আটক হওয়ার তালিকা হল রাতাবাড়িতে ৯, রামকৃষ্ণ নগরে ৮, বদরপুরে ৩, বাজারিছড়ায় ৭, নিলামবাজারে ৫, করিমগঞ্জ ১০ এবং পাথারকান্দিতে ৫ জন।
এ দিকে, হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে ৫৫ জনকে।জেলার ৭ টি থানা এলাকা থেকে এদিন গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন অবৈধ স্বামী, কাজি ও অভিভাবক। বাল্যবিবাহ বিরোধী অভিযানে এদিন সর্বাধিক গ্রেফতার করা হয়েছে কাটলিছড়া থানা এলাকায়। গ্রেফতার হয়েছেন সৰ্বাধিক ২১ জন। লালা থানা এলাকায় ১৪ জন, আলগাপুর থানা এলাকায় ৭ জন, পাঁচগ্ৰাম থানা এলাকায় ২ জন, হাইলাকান্দি সদর থানা এলাকায় ৪ জন, বিলাইপুর থানা এলাকায় ৫ জন এবং রামনাথপুর থানা এলাকায় গ্রেফতার করা হয়েছে ২ জন ব্যক্তিকে।