ডাম্পারে সজোরে ধাক্কায় বাসে আগুন, মৃত্যু ১৩ জনের

২৮ ডিসেম্বর : বর্ষশেষে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। ডাম্পারে ধাক্কা দেওয়ার পরেই যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। বাসের মধ্যে আটকে, সেই আগুনে ঝলসে প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন ১৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়েছে পুলিশ।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনায়। বৃহস্পতিবার ভোররাতে গুনা-হারুন সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। গুনার জেলাশাসক তরুণ রাঠির দাবি, জখমরা বিপন্মুক্ত। তাঁরা জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে সজোরে ধাক্কা মারে। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। আগুন লাগার পর চারজন যাত্রী দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ায় প্রাণে বেঁচে যান। তাঁরা বাড়িতে ছুটে পালান। বাকিরা বাসের মধ্যে আটকে পড়েন।

ঘটনার পর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব শোকবার্তা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা এবং জখমদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় জখমদের সঙ্গে দেখা করার জন্য গুনার উদ্দেশে রওনা দিয়েছেন মোহন যাদব

Author

Spread the News