নেপালে নদীতে বাস, দুই ভারতীয় সহ  মৃত ১২

১৩ জানুয়ারি : নেপালের মধ্য-পশ্চিমাঞ্চলের ডাং জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। এই ভয়াবহ দুর্ঘটনার জেরে প্রাণ হারান দুই জন ভারতীয় সহ ১২জন যাত্রী। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মাত্র দুই জনের পরিচয় জানা যায়নি । এই দুর্ঘটনা নিয়ে পুলিশের তরফে জানান হয়েছে, শুক্রবার গভীর রাতে বাসটি বাঙ্কের নেপালগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার পথে সেতু থেকে ছিটকে গিয়ে রাপ্তি নদীতে পড়ে যায়।

ভালুবাং য়ের এরিয়া পুলিশ অফিসের চিফ ইন্সপেক্টর উজ্জ্বল বাহাদুর সিং জানিয়েছেন, আমরা কেবল আট জন মৃত যাত্রীর পরিচয় নিশ্চিত করেছি, যার মধ্যে দু’জন ভারতীয়ও রয়েছেন। বাস দুর্ঘটনায় আরও ২২ জন যাত্রী আহত হয়েছেন। এই দুর্ঘটনায় মৃত ভারতীয়রা হলেন ৬৭ বছর বয়সী মালাহির যোগেন্দ্র রাম। যিনি বিহারের বাসিন্দা। অন্যজন হলেন বছর ৩১-এর মুনে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এই দুর্ঘটনা নিয়ে কোহালপুরের এরিয়া পুলিশ অফিসের ডিএসপি সুন্দর তিওয়ারি জানিয়েছেন, আহতদের মধ্যে আটজনকে নেপালগঞ্জ মেডিকেল কলেজ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর : এই মুহূর্তে। ছবি tv9 বাংলা।

Author

Spread the News