বিষাক্ত মদ্যপান করে ১১ জনের মৃত্যু, আহত ৩০ জন

১৫ মে : তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদ্যপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যে দু’টি পৃথক ঘটনায় কথিত বিষাক্ত মদ্যপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং চারজন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

এনডিটিভি বলছে, অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে পুলিশ দাবি করেছে, তাদের বিশেষ দল আরও সন্দেহভাজনদের সন্ধান পেতে কাজ করছে।

তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেছেন, পরিদর্শক ও উপ-পরিদর্শকসহ মোট সাত পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেছেন, ‘যারা মারা গেছে তারা শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’

এদিকে বিষাক্ত মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। একইসঙ্গে যারা চিকিৎসাধীন আছেন তাদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণাও দিয়েছেন তিনি।
নিহতদের মধ্যে তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় ৭ জন এবং চেঙ্গলপাড়ু জেলায় চারজনের মৃত্যু হয়।

Author

Spread the News