ইরানে পর পর বিস্ফোরণ, মৃত্যু শতাধিক, জখম ১৭১
৩ জানুয়ারি : ইরানে প্রয়াত সেনা জেনারেলের মৃত্যু দিবসের জমায়েতে ধারাবাহিক বিস্ফোরণ! (Iran blast) পরপর বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত শতাধিক মানুষের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জখম হয়েছেন ১৭১ জন।
বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে সাহেব আল-জামান মসজিদের কাছে একটি মিছিলে এ বিস্ফোরণ হয়। এ ঘটনায় আরও অন্তত ১৭১ জন আহত হয়েছেন। এদিকে, কেরমানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে আইআরআইবি বলেছে এটি “সন্ত্রাসী হামলা”। অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে রাস্তায় বেশ কয়েকটি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। ২০২০ সালে প্রতিবেশী ইরাকে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল সোলেইমানিকে স্মরণ করার জন্য একটি অনুষ্ঠানের অংশ হিসাবে কয়েকশ লোক বুধবার তার সমাধির দিকে হাঁটছিল বলে জানা গেছে।
ড্রোন হামলায় ‘কাডস ফোর্স’-এর কমান্ডার জেনারেল কাশেম সোলেমানির মৃত্যু হয়। এই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রকেই দায়ি করে ইরান। সোলেইমানির মৃত্যুর ঘটনার বিচার চেয়ে ইতিমধ্যে একাধিক বার সরবব হয়েছে খোমেইনির দেশ। ইরানের সেনা তথা রেভলিউশনারি গার্ড কোরের বাহিনী কাডস ফোর্স। মার্কিন সেনার উপর হামলার একাধিক উদাহরণ আছে কাডস ফোর্সের। আমেরিকা সোলেইমানিকে হত্যা করে তারই বদলা নিয়েছিল বলে মনে করে আন্তর্জাতিক মহলের একাংশ।এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। গাজ়ায় যুদ্ধের আবহে ইজ়রায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ এই নাশকতা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।