সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার ১০০ কোটি

২৫ জানুয়ারি : বাড়িতে সাজানো তাড়া তাড়া টাকা। তল্লাশি চালিয়ে তেলঙ্গানার এক সরকারি কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি ব্রিফকেসে থেকে নামী ব্র্যান্ডের ঘড়ি, আইফোন, আইপ্যাড বাজেয়াপ্ত করল ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (ACB Raid)। জানা গিয়েছে, ওই সরকারি আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন। দিনভর তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে ১০০ কোটির হিসেব বহির্ভূত সম্পত্তি উদ্ধার হল।

এসিবি সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়ি, অফিস-সহ বিভিন্ন জায়গায় এখনও তল্লাশি চলছে। বুধবার ভোর থেকে মোট ২০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। দুর্নীতি দমন শাখার অভিযোগ, আয়ের সঙ্গে সংগতিহীন প্রচুর সম্পত্তি রয়েছে বালাকৃষ্ণের।
খবর  : উত্তরবঙ্গ সংবাদ।

Author

Spread the News