ত্রাণ অপেক্ষাকারীদের ওপর হামলা, হত ১০ প্যালেস্তাইনি
২৬ ফেব্রুয়ারি : ত্রাণের অপেক্ষায় ছিলেন তাঁরা, সেখানেও হল না শেষ রক্ষা। ইজরায়েলের হামলায় প্রাণ গেল ১০ প্যালেস্তাইনির। অভিযোগ তাঁদের ওপর গুলি ও বোমা হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। নিহত হয়েছেন ১০ জন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধেবেলা গাজা নগরীর উত্তরাঞ্চলে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, গাজাতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন প্যালেস্তাইনিরা। সেই সময় হামলাটি চালানো হয়। সেদিনই গাজা শহরের জেইতুন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইজরাইলি বাহিনী। তাতে তিনতলা বাড়ি ধসে পড়ে। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে এখনও পর্যন্ত কোনও অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। আহতদের উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়াও সম্ভব হয়নি।
এদিকে, রবিবার ইজরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফাহ শহরেও হামলা চালিয়েছে। একটি বাড়িতে বোমা হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন।