কাটিগড়ার ১০টি ক্লাবকে ফুটবল দিল খোঁজ

বরাক তরঙ্গ, ২১ জুলাই : কাটিগড়ার ১০টি ক্লাবকে ফুটবল দিল খোঁজ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা। রবিবার এ উপলক্ষে একটি  অনারম্ভর অনুষ্ঠান আয়োজন করেছে  কাটিগড়ার প্রগতিসংঘ।  ক্লাবের কনফারেন্স হলে সভাপতি গৌতম ভট্টাচার্যের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। কালাইন ফুটবল অ্য়াকাডেমির স্বদেশ দাস তাঁর বক্তব্যে খেলাধুলার উন্নয়নের জন্য খোঁজের অবদানের প্রশংসা করেন। রফিক আহমেদ যে দশটি ক্লাব ফুটবল গ্রহণ করেছে তাদের দল গঠন করে ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন। সঙ্গে খোঁজের সকল কর্মকর্তাকে ধন্যবাদ  জানান। কাটিগড়ার গ্রামাঞ্চলের সাংবাদিক সানু চৌধুরী বলেন, এর আগে কোনও সংস্থা এইভাবে কাটিগড়ায় এসে ক্লাবকে কোনদিনই সাহায্য করতে দেখা যায়নি। খোঁজ শিলচর যেভাবে এগিয়ে এসেছে তাদের কাজকর্মে আমরা অত্যন্ত খুশি।

খোঁজের সহসভাপতি কল্যাণকুমার চক্রবর্তী বলেন, আগামীতে ফুটবল, হকি ও অন্যান্য খেলায় তাঁরা সহযোগিতার হাত বাড়াবেন। সাধারণ সম্পাদক সজল লস্কর তাঁর বক্তব্যে ধন্যবাদ জানান, শিলচর ডিএসএ-র রেফারি শাখার সচিব সময় রায় খোঁজের মাধ্যমে বিভিন্ন ক্লাবের জন্য বলগুলি দিয়েছেন। তিনি তাঁর প্রয়াত স্ত্রী ঝুমা রায়ের স্মৃতি রক্ষার্থে ফুটবলগুলো দান করেছেন। সবার শেষে সানু চৌধুরী ধন্যবাদ জানান উপস্থিত খোঁজের কর্মকর্তাদের। উপস্থিত ছিলেন এজিএস রেজওয়ান খান, মাম্পি লস্কর, কাটিগড়া অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা।

কাটিগড়ার ১০টি ক্লাবকে ফুটবল দিল খোঁজ

উল্লেখ্য, হীরা ফুটবল অ্যাকাডেমি, আজাদ ক্লাব, ইস্ট কাটিগড়া ফুটবল অ্যাকাডেমি, বিপি মর্ডান স্পোর্টিং ক্লাব, কাটিগড়া ফুটবল অ্য়াকাডেমি, কালাইন স্পোর্টস ক্লাব, লাঠিমারা সমাজ কল্যাণ সংস্থা, চৌরঙ্গী বাজার ক্লাব, আজাদিন ক্লাব ও রাজাটিলা ইয়ংস্টার ক্লাব।

Author

Spread the News