সাতকরাকান্দিতে ‘মহাসম্পর্ক’ অভিযানে ১০ জন এআইইউডিএফ কর্মী বিজেপিতে যোগ

বরাক তরঙ্গ, ২৫ মে : কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্প গুলো জনগণের কাছে তুলে ধরতে কর্মীদের প্রতি আহ্বান জানালেন সংসদ রাজদীপ রায়। বৃহস্পতিবার বিজেপির ‘মহাসম্পর্ক’ অভিযানের অঙ্গ হিসাবে সাতকরাকান্দি আয়োজিত সভায় এই আহ্বান জানান তিনি। এ দিন উত্তর ঝাঞ্ঝারবালি, সোনাই শহরের ৮ নং রাঙ্গিরঘাট, চান্দপুর কাজিডহর নগদির গ্রাম নরসিংহপুর বিভিন্ন স্থানে জন সম্পর্কমুলক সভা অনুষ্ঠিত  হয়। সভায় সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন সম্পর্ক অভিয়ানের সোনাইর দায়িত্বে থাকা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ও সাংসদ ডাঃ রাজদীপ রায় বক্তব্য রাখেন।

সাতকরাকান্দিতে ‘মহাসম্পর্ক’ অভিযানে ১০ জন এআইইউডিএফ কর্মী বিজেপিতে যোগ
বক্তব্য রাখছেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর।

সাংসদ মোদি সরকারের নয় বছরের কাজের খতিয়ান তুলে ধরে তা জনগণকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্যে আমিনুল বিগত দিনের কাজকর্মের প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য রাখেন। পাশাপাশি বর্তমান সোনাইয়ের বেহাল কথাও তুলে ধরেন। সভাগুলোতে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি পুলক দাস, মন্জুল দে সহ বিজেপি  পুরকমিশনার নেবুল ইসলাম লস্কর, মাইনোরিটি সভাপতি মন্জুরুল ইসলাম চৌধুরী, রুকন উদ্দিন চৌধুরী সহ সোনাই মণ্ডলের কর্মকতারা। এ দিন সাতকরাকান্দি জিপিতে সাংসদের হাত ধরে ১০ জন এআইইউডিএফ কর্মী বিজেপিতে ভিড়েছেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News