ডিটেকছড়ায় নৈশ বাস উল্টে মৃত ১, আহত ৩০ যাত্রী

ডিটেকছড়ায় নৈশ বাস উল্টে মৃত ১, আহত ৩০ যাত্রী

বরাক তরঙ্গ, ২ মে : ডিমা হাসাও জেলার ডিটেকছড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। নিয়ন্ত্রণ হারিয়ে রাজপথে ত্রিপুরা থেকে যাওয়া গুয়াহাটি অভিমুখী একটি নৈশ বাস উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম দেবরাজ দেববর্মা। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী। তারমধ্যে ছয়জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যায়। গুরুতর আহত যাত্রীদের শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

ডিটেকছড়ায় নৈশ বাস উল্টে মৃত ১, আহত ৩০ যাত্রী

জানা যায়, বুধবার ত্রিপুরা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে নৈশ বাসটি রওয়ানা দেয়। ভোররাতে হাফলঙের ডিটেকছড়ায় পৌঁছালে বেহাল রাস্তার দরুন চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলে দেবরাজ দেববর্মা নামের যাত্রীর মৃত্যু হয়। তাঁর ঘর ত্রিপুরার ধলাই জেলায় বলে জানা যায়।

Author

Spread the News