৮৮ বছরে প্রথম তারাবি তুরস্কের আয়া সুফিয়ায়

৫ এপ্রিল : ৮৮ বছরে প্রথমবারের মতো তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের হায়া সোফিয়া গ্র্যান্ড মসজিদে তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মসজিদটিতে রমজান মাস উপলক্ষে বেশ কিছু আয়োজন রয়েছে। এর আগে, ১৯৩৪ সালে হায়া সুফিয়াকে জাদুঘরে রূপান্তরিত করা হয় এবং ২০২০ সালে এটি ফের মসজিদের মর্যাদা ফিরে পায়। এটিকে ওই বছরের ২৪ জুলাই নামাজের জন্য খুলে দেয়া হয়। এদিকে, করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তুরস্কে কোভিড-১৯ বিধিনিষেধের অংশ হিসেবে সংক্রমণের ঝুঁকি এড়াতে মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল। কিন্তু অধিকাংশ জনগণের টিকাদান সম্পন্ন হওয়ায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং সুস্থতার সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস রমজানে মসজিদটি পুনরায় খোলার সিদ্ধান্ত নেয় তুর্কি কর্তৃপক্ষ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *