২৮-২৯ মার্চ ধর্মঘটের প্রস্তুতি চলছে পূর্ণ উদ্যমে, পাস মিলবে এআইইউটিইউসি কার্যালয়ে

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : আগামী ২৮ -২৯ মার্চ ৪৮ ঘন্টার সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সফল করে তুলতে কাছাড় জেলার প্রস্তুতি চলছে পূর্ণ উদ্যমে। প্রথম দিন অর্থাত ২৮ মার্চ সোমবার শিল্প ও  বিভিন্ন প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে ধর্মঘট পালন হবে। ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৫ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালন করা হবে। সুতরাং ২৯ তারিখ অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহণ, ব্যবসা সহ সমস্ত কিছু বন্ধ থাকবে I তবে পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে I শনিবার এআইইউটিইউসি অফিসে এক সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন যৌথ মঞ্চের নেতৃবৃন্দ। তারা এও জানান, উকিল পট্টির এআইইউটিইউসি অফিসের সংগঠনগুলোর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, কেন্দ্রের সরকারের নীতি এবং সিদ্ধান্তগুলির বিরুদ্ধে তীব্র বিক্ষোভ জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। গত এক সপ্তাহে পেট্রোল ডিজেলের মূল্য তিনবার বেড়েছে I গ্যাসের দাম প্রায় ১০০ টাকা বেড়েছে। চলতি বাজেটে প্রতিটি পণ্যের জিএসটি বৃদ্ধির প্রস্তাব হয়েছে। অন্যদিকে  কর্পোরেট সেক্টরের ট্যাক্স হ্রাস করা হচ্ছে। কল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ কমছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা জলের দরে কর্পোরেটদের বিক্রি করা হচ্ছে, দেশের ২৩ কোটি মানুষ কর্মহীন, ৩৫ কোটি  মানুষ দারিদ্র সীমার নিচে, শ্রম আইন পাল্টে শ্রম কোডে ১২ ঘন্টার কাজ বাধ্যতামূলক ও জাতীয় স্তরে দৈনিক মজুরি ১৭৮/- করা সহ শ্রমিকের অধিকার হরণ করা হচ্ছে। স্থায়ী চাকরির পরিবর্তে শুধুমাত্র চুক্তি ভিত্তিক ঠিকা চাকরি হবে , কৃষকের ফসলের নূন্যতম মূল্যের  গ্যারান্টি নেই, কাগজ কল চালুর মিথ্যা প্রতিশ্রুতি ও শতাধিক কর্মচারীর মৃত্যু জনগণের প্রতি বি জে পি সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিফলন বলে যৌথ মঞ্চের নেতৃবৃন্দ মন্তব্য করেন I            অন্যদিকে জনগনের বিক্ষোভ প্রতিহত করতে নির্লজ্জ ভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরী করা হচ্ছে I এই পরিস্থিতিতে  ক্ষুদ্র ব্যবসায়ী  সহ সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। তাই  এই অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমনের বিরুদ্ধে মানুষের জীবন জীবিকা রক্ষায় তথা দেশের সুরক্ষার প্রয়োজনে সরকারের নীতি পরিবর্তনের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। যৌথ মঞ্চের পক্ষ থেকে সর্ব স্তরের জনগনের কাছে ২৯ তারিখের  বারো ঘন্টার সর্বাত্মক হরতাল সফল করার আহ্বান জানান হয়েছে। উকিল পট্টির এআইইউটিইউসি অফিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত নাথ, মানস দাস, সুভাষ দেব, রফিক আহমেদ, বিশ্বজিত দাস, ফারুক লস্কর, অরিন্দম দেব, বিদ্যুত দেব, রঞ্জন দাস, কিশোর ভট্টাচার্য প্রমুখ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *