১২ নভেম্বর : হঠাৎ অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হল অভিনেতা গোবিন্দাকে। বলিউড অভিনেতা গোবিন্দার স্বাস্থ্যের আচমকাই অবনতি হয়ে। জানা গিয়েছে, তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে যান এবং তাকে দ্রুত জুহুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা বেশ কয়েকটি টেস্ট করেছেন। রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তাঁরা। এদিকে হাসপাতালে লড়াই করছেন ধর্মেন্দ্র। পাশাপাশি অসুস্থ প্রেম চোপড়াও। বলাই যায়, বলিউডের সময়টা ভালো যাচ্ছে না।
গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনি উপদেষ্টা ললিত বিন্দল জানান, “মঙ্গলবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোবিন্দাজি। আমরা টেলিফোনে চিকিৎসকের সঙ্গে কথা বলি, তাঁকে ওষুধ দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত ১টার সময় জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
এ দিকে, অভিনেতার অসুস্থতার খবর শুনে উদ্বিগ্ন অনুরাগীরা। তবে ললিত বিন্দল জানিয়েছেন, গোবিন্দার শারীরিক অবস্থা এখন আপাতত স্থিতিশীল। তাঁর একাধিক মেডিক্যাল টেস্ট হয়েছে। তবে রিপোর্ট এখনও আসেনি। তাই ঠিক কী কারণে গোবিন্দ অজ্ঞান হয়ে পড়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তিনি পর্যবেক্ষণে রয়েছেন।


