স্বৈরাচারী ও একনায়কতন্ত্র কায়েম করবার চেষ্টা করছে সরকার : মানিক

বরাক তরঙ্গ, ১১ জানুয়ারি : দেশে স্বৈরাচারী ও একনায়কতন্ত্র কায়েম করবার চেষ্টা করছে সরকার। এর একের পর এক আন্দোলন চলছে। এই আন্দোলন শুধু নেতিবাচক দিক বললে চলবে না, এটা ইতিবাচক দিকও। সুতরাং প্রতিবাদ করতে হবে। এবং সরকারকে ঘুরে দাঁড়াতে বাধ্য করাতে হবে। মঙ্গলবার টাউন হলে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের একাদশ রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

দেশের প্রধানমন্ত্রী এবং তার সহযোগী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারকে বসিয়েছে। রাজ্যের মানুষ বুঝতে পারছে ভোটের আগে সরকারটা বিভিন্ন কথা বলেছিল, এখন তারা কোনো কাজই করছে না। ফলে সদ্য সমাপ্ত নির্বাচনে আগরতলা পুর নিগমের সাড়ে চার লক্ষাধিক ভোটারের উপর তাদের বিশ্বাস ছিল না। বলতে শুরু করে নতুন বিজেপি, পুরান বিজেপি। আসলে তারা কোনো প্রতিশ্রুতি পালন করতে না পেরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এতে বোঝা যাচ্ছে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। তাই তারা সন্ত্রাস করে মানুষকে আটকাতে চাইছে। আন্দোলন করে সরকারের নিকাম্মা চেহারা মানুষের সামনে তুলে আনতে হবে। কর্মীদের প্রতি এমনটাই বার্তা দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ছবি সংগৃহিত।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *