সরকারের চার বছর পূর্তিতে বিশাল বাইক র‍্যালি ঋষ্যমুখ মণ্ডল যুব মোর্চার

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকারের চার বছর পূর্তি এবং উত্তর প্রদেশ সহ চার রাজ্যে বিজেপির জয় উপলক্ষে ৩৭ ঋষ্যমুখ মণ্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় বাইক র‍্যালি। মঙ্গলবার  দলের সব স্তরের কার্যকর্তারা বাইক নিয়ে সামিল হয় মতাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠে। সেখান থেকে প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি নবদল বণিক বাইক চালিয়ে আয়োজিত র‍্যালির সূচনা করেন। সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ, ঋষ্যমুখ মণ্ডল সভাপতি সুশংকর ভৌমিক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, দীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।

সরকারের চার বছর পূর্তিতে বিশাল বাইক র‍্যালি ঋষ্যমুখ মণ্ডল যুব মোর্চার

এ দিনের র‍্যালিটি দক্ষিণ সোনাইছড়ি বাজার, গাবুর ছড়া এডিসি ভিলেজ, রতন পুর এডিসি ভিলেজ হয়ে মানিরাম বাড়ি এডিসি ভিলেজ অতিক্রম করে র‍্যালিটি শেষ হয় ঋষ্যমুখ বাজারে। কিন্তু এই দিনের আয়োজিত যুব র‍্যালি কর্মসূচিতে দেখা যায়নি ঋষ্যমুখ মণ্ডলের প্রাক্তন সভাপতি অশেষ বৈদ্যকে।‌ মণ্ডল সভাপতি দায়িত্ব পেয়ে‌ যে অশেষ বৈদ্য মাঠে ঘাটে রন সাজে ছিল ডানা ছাঁটাই হতেই নিজেকে ঘরবন্দী করে ফেলেছেন বলে অনেকের অভিমত। এতদিন ঋষ্যমুখ মণ্ডলের গ্ৰহন যোগ্য ব্যাক্তিদের দূরে ‌রেখে, যে দাপট দেখিয়েছিল, সেই দাপুটে অশেষ বৈদ্য যেন শেষ বৈদ্যের খাতায় নাম লেখালেন। ঋষ্যমুখ মন্ডল সভাপতি হিসাবে যুব আইকন লড়াকু ‌নেতা সুশংকর ভৌমিক দায়িত্ব পাবার পর যোগ্য নেতৃত্ব যারা এতদিন দলের প্রতি বিমুখ হয়ে যারা ঘর বন্দি করে ফেলেছিল তাঁরাও আজ ঘর থেকে বেরিয়ে আসলো পাশাপাশি এতদিন যারা কংগ্রেসের দলে ছিল তাদেরকেও আজ যুব মোর্চার বাইক র‍্যালিতে দেখা গেল।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *