শিলচর শহরের ওয়ান ওয়ে কেড়ে নিতে পারে প্রাণ

বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর, সোমবার,
হরের যানজট দুর করতে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রশংসনীয় উদ্যোগ কালিমালিপ্ত হবে যদি ট্রাফিক পুলিশ কড়া পদক্ষেপ না নেয়। শহরের দু’টি এলাকায় যানজট মুক্ত করতে সড়কের মধ্যবর্তী স্থানে ডিভাইডার পুল বসিয়েছেন। এ ব্যবস্থার পর যানজট সমস্যা থেকে এক তৃতীয়াংশ রেহাই পেয়েছেন। কিন্তু এই ডিভাইডার যেকোন সময় প্রাণ কেড়ে নিতে পারে কারও। ডিভাইডার বসানোর পর থেকে কিছু শিক্ষিত লোক ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ওয়ান ওয়ে দিকে যাতায়াত প্রায় চোখে পড়ে। তাও আবার দ্রুত গতিতে। ওয়ান ওয়ে-তে একটু গাড়ির লম্বা লাইন হয়ে গেলে তার হিড়িক পড়ে। বাইক নিয়ে একের পর এক শিক্ষিত লোক ওয়ান ওয়ে নিয়ম ভঙ্গ করে রওয়ানা দেন। সেসময় উল্টো দিক থেকে নিয়ম অনুসারে আসা যানবাহনের গতি একটু বেশী থাকে। সামান্য খেয়ালের বিঘ্নিত ঘটলে এর পরিণতি কি হবে ভাবলে গা শিউরে ওঠে।

এই নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশ কড়া পদক্ষেপ না নিলে বিধায়য়কের এই উদ্যোগের বদনাম ছাড়া আর কিছু হবে না। পাশাপাশি প্রেমতলা পয়েন্ট থেকে উল্লাসকর দত্ত রোড ওয়ান ওয়ে প্রায় নেই বললে চলে। ট্রাফিক পুলিশের সামনে বাইক, ঠেলা, অটো সচারাচর চলছে। ট্রাফিক পুলিশ কড়া পদক্ষেপ না করলে যেকোন সময় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়তে পারে শিলচর শহরের ওয়ান ওয়ে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *