শিলচরে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হল শিলচরে। বৃহস্পতিবার এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কিশোর কিশোরী সংগঠন কমসোমলের যৌথ উদ্যোগে সকাল ৮.৩০ টায় শিলচরের ক্ষুদিরাম মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। মূর্তিতে মাল্যদান করেন ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক নকুলরঞ্জন পাল, মূর্তি প্রতিষ্ঠা কমিটির সহ-সম্পাদক অধ্যাপক অজয় রায়, এসইউসিআই (সি) দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী, শিলচর আঞ্চলিক কমিটির সম্পাদক দুলালী গাঙ্গুলি প্রমুখ। এ ছাড়াও পুষ্পার্ঘ অর্পণ করেন অনুষ্ঠানের মুখ্য আলোচক তথা ছাত্র সংগঠন এআইডিএসও’র অসম রাজ্য কমিটির সভাপতি প্রজ্জোল দেব, জেলা সভানেত্রী স্বাগতা ভট্টাচার্য, জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, জেলা কমিটির সহ-সভাপতি প্রশান্ত ভট্টাচার্য, কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য, যুব সংগঠন এআইডিওয়াইও’র কাছাড় সভাপতি অঞ্জনকুমার চন্দ, জেলা সম্পাদক বিজিৎ কুমার সিনহা, সহ-সভাপতি পরিতোষ ভট্টাচার্য, মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষে গৌরী চন্দ, নেতাজি ফাউন্ডেশনের পক্ষে নীহার রঞ্জন পাল, প্রাক্তন অধ্যক্ষ দীপংকর চন্দ, চাম্পালাল দাস, দিলীপ নাথ প্রমুখ৷ কিশোর কিশোরী সংগঠন কমসোমলের পক্ষ থেকে ক্ষুদিরাম মূর্তির উদ্দেশ্যে ‘গার্ড অফ অনার’ প্রদর্শন করা হয়৷ মূর্তির পাদদেশে অনুষ্ঠিত শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বর্ণালী চন্দ এবং প্রমিলা বৈষ্ণব ৷

শিলচরে ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন

এছাড়াও সমবেত সঙ্গীত পরিবেশন করে লিপিকা দাস, দিয়া চক্রবর্তী, পূজা রায়, রাধিকা রায়, জয়শ্রী পাল প্রমুখ ৷ অভয় অধিকারী একটি একক সঙ্গীত পরিবেশন করেন ৷ পাপিয়া শিকদার কাজী নজরুল ইসলামের ’বিদ্রোহী’ কবিতাটি পাঠ করে শুনান ৷ এদিনের অনুষ্ঠানের মুখ্য বক্তা তথা এআইডিএসও’র অসম রাজ্য সভাপতি প্রোজ্জ্বল দেব বলেন, মাত্র ১৮ বছর বয়সে দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের শোষণ ও শাসনের নাগপাশ থেকে মুক্ত করতে প্রাণের আহুতি দিয়েছিলেন ক্ষুদিরাম। তিনি এও বলেন, ক্ষুদিরাম যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের দেশ আজও আমরা পাইনি। তিনি বলেন দেশ রাজনৈতিক ভাবে স্বাধীন হলেও অর্থনৈতিক ও সামাজিক স্বাধীনতা সাধারণ জনগণের নেই। দেশের কর্পোরেট শ্রেণির শাসন ও শোষণে দেশের সিংহভাগ মানুষ নিস্বঃ, রিক্ত। এ দিন তিনি ছাত্র ছাত্রীদের চরম শিক্ষা বিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিল ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানান।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *