শিলচরের ক্রীড়া মহলে নিস্তব্ধতা, এওএ-র সভা শনিবার 

বরাক তরঙ্গ, ৬ মে :  শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতি বাতিল করে দেওয়ার পর অসমের দ্বিতীয় বৃহত্তম শহরের ক্রীড়া মহলে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আসাম অলিম্পিক সংস্থা বৃহস্পতিবার তাদের বার্ষিক সাধারণ সভায় শিলচরের সংস্থাকে বাতিলের পর সংশ্লিষ্ট ডি এস এ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোন‌ও সাড়াশব্দ পাওয়া যায়নি। জনৈক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান , আসাম অলিম্পিক সংস্থা থেকে কোন‌ও ধরনের বার্তা বা চিঠি কিংবা ইমেইল আসেনি। তাই, এখন‌ই মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে ক্রীড়া ব্যক্তিত্ব কিংবা বিভিন্ন ক্লাব কর্মকর্তারা যেভাবে চুপ করে আছেন সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করছেন অনেকে।

এ দিকে, পুর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার রাতে আসাম অলিম্পিক সংস্থার (এওএ) সঙ্গে বৈঠকে বসার কথা ছিল করিমগঞ্জ ডি এস এ-র সভাপতি অমলেশ চৌধুরী এবং হাইলাকান্দি ডিএস‌এ সচিব শৈবাল সেনগুপ্তের। এই বৈঠকে আলোচনার বিষয় শিলচর ডিএসএ। এ ব্যাপারে করিমগঞ্জ ডিএসএ-র সভাপতি অমলেশ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অন্তিম মুহূর্তে সভাটি স্থগিত করে শনিবার সকাল ১০টা করা হয়েছে। প্রসঙ্গত : বৃহস্পতিবার বার্ষিক সাধারণ সভায় নিজেদের সংবিধান সংশোধন করিয়ে নিলেও শুক্রবার রাত পর্যন্ত এসব কিছুই নিজেদের ওয়েবসাইটে আপলোড করেনি আসাম অলিম্পিক সংস্থা।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *