শান্তিপূর্ণভাবে সম্পন্ন সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন, এগিয়ে নির্দল প্রার্থী

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : ভোটার তালিকায় অসঙ্গতি ছাড়া শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হল সোনাইয়ের সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন। ভোট পড়েছে ৬৮.৮৫ শাতাংশ।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন, এগিয়ে নির্দল প্রার্থী

জিপির দশটি বুথ কেন্দ্রে বুধবার সকাল ৭ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তবে পোলিং অফিসার ও পোলিং এজেন্টের ভোটার তলিকায় অসঙ্গতি দেখা দেওয়ায় বেশ কয়েকজন ভোটার ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন। অফিসারের কাছে থাকা ভোটার তলিকায় বহু ভোটারের নাম নেই, এনিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। এ সমস্যা সবচেয়ে বেশী দেখা গেছে সোনাবাড়িঘাট ময়ীনুল হক চোধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ভোট কেন্দ্রে। ওই কেন্দ্রের তিন বুথের বহু ভোটার ভোট না দিয়ে বাড়ি ফিরেছেন। এ খবর পেয়ে জেলাশাসক রুহনকুমার ঝা পৌঁছেন। এরপর ভোট প্রক্রিয়া স্বাভাবিক হয়। কিন্তু তিন নং বুথ কেন্দ্রে ১০২৮ ভোটের মধ্যে ৬৩৩টি ভোট পড়েছে। এ দিন প্রখর রোধ উপেক্ষা করে পুরুষ ও মহিলারা দীর্ঘ লাইন ধরে ভোট দিয়েছেন বিভিন্ন বুথ কেন্দ্রে। উত্তর ধনেহরি ৪৬২ নম্বর স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে ৮০ বছরের অধিক এক ভোটারকে ভোট দিতে দেখা যায়।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন, এগিয়ে নির্দল প্রার্থী

কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া সোনাই সার্কল ম্যাজিস্ট্রেট অর্থাৎ রিটার্নিং অফিসার দীপঙ্কর নাথ সকাল থেকে বিকেল পর্যন্ত কড়া নজর রাখেন প্রত্যেকটি বুথ গ্রহন কেন্দ্রে। দশটি ভোট গ্রহণ কেন্দ্রে পুরুষ ও মহিলারা নিয়ে সর্বমোট ভোট ছিল ৭৬২২টি এর মধ্যে কাস্ট হয়েছে ৫২৪৮ টি । শতকরা ৬৮.৮৫শতাংশ ভোট পড়েছে।

শান্তিপূর্ণভাবে সম্পন্ন সোনাবাড়িঘাট জিপির উপনির্বাচন, এগিয়ে নির্দল প্রার্থী

ভোট শেষে দেখা গেছে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী সাবিনা হাবিব বড়ভূইয়া। চারটি বুথ কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে বলে সাধারণ ভোটারের অভিমত। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গণনা করা হবে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *