রেফারি ট্রেনিং এমাসের শেষে

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : বরাকে ফুটবল রেফারির ঘাটতি মেটাতে নতুন মুখের সন্ধানে চলতি মাসেই শিবির করার পরিকল্পনা নিয়েছে রেফারিজ ট্রেনিং সেন্টার শিলচর। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই প্রশিক্ষণের আসর বসবে শিলচরে। যারা ফুটবল রেফারি হতে ইচ্ছুক তারা সেন্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরজন্য নুন্যতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ -র মধ্যে। রেফারিজ ট্রেনিং সেন্টার  শিলচরের পর অনুরূপ শিবির করবে করিমগঞ্জে। করিমগঞ্জ ডিএসএ এবং রেফারিজ ট্রেনিং সেন্টারের যৌথ উদ্যোগে  ওখানে শিবির হবে মার্চের শেষ সপ্তাহে।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *