রজতজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আনটিয়ার

বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : বছরব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে পঁচিশ বছর পূর্তি পালন করতে যাচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সংস্থা (আনটিয়া)। আগামী ৭ নভেম্বর সোমবার বছরব্যাপী কর্মসূচির সূচনা হবে। শনিবার সংস্থার কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে সূচনা অনুষ্ঠানের কর্মসূচি তুলে ধরেন। সোমবার সকালে প্রথমে শহিদ মিনারে মাল্যদান করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর অনুষ্ঠান স্থলে সংস্থার পতাকা উত্তোলন করা হবে। বিপিনচন্দ্র পাল মিলনায়তনে শুরু হবে অনুষ্ঠান।

অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রদ্যুষকিরণ নাথ। থাকছেন চিপ প্যাটরন ভারপ্রাপ্ত ভিসি সজল নাগ, প্রাক্তন ভিসি সুভাষচন্দ্র সাহা, সম্মানিত অতিথি রূপে থাকবেন পরীক্ষা নিয়ন্ত্রক ড০ সুবীর দত্তরায় ও আনটিয়া সভাপতি সাগ্নিক চৌধুরী। এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি সাগ্নিক চৌধুরী, সাধারণ সম্পাদক পিনাককান্তি রায়, সহসম্পাদক কিশোরকান্তি পাল, সাংগঠনিক উপদেষ্টা পুলক ধর, সহকোষাধ্যক্ষ জয়দীপ চক্রবর্ত্তী, দুই সদস্য বিপ্রেস গোস্বামী ও সুভাষ শ্রেস্টা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *