মানবতার নিদর্শন ধলাই থানার অফিসার ইনচার্জের

বরাক তরঙ্গ, ১ আগস্ট : সমাজে এমন লোক থাকেন যারা কাজের মধ্যে সমাজ, বিভাগের নাম রৌশন করেন। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠক এমন এক কাজ করে বিভাগের নাম রৌশন করেন। দেখালেন মানবতার চূড়ান্ত নিদর্শন। এক অসুস্থ বৃদ্ধকে রাস্তার পাশ থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে পুলিশি কর্তব্যের পাশাপাশি মানবতার নিদর্শন দেখালেন ওই পুলিশ অফিসার। ওসি পাঠক জানান, তার কাছে ফোন আসে ভাগাবাজার এলাকায় একজন বৃদ্ধ মুমূর্ষু অবস্থায় সড়কের কাছে পড়ে রয়েছেন। তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে পৌঁছান। ১০৮ অ্যাম্বুলেন্স করে অসুস্থ বৃদ্ধ ব্যক্তিকে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

মানবতার নিদর্শন ধলাই থানার অফিসার ইনচার্জের

জানা যায়, ওই ব্যক্তি ধলাই থানা এলাকার টিলানগর গ্রামের বাসিন্দা  আশি বছরের বৃদ্ধ মদন সাহু। তার পরিবারের তিনি একা। বর্তমানে ধলাই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে মদন সাহুর। ওসি মনোজ পাঠক মদন সাহুর চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলেন। ওসি হাসপাতালে বৃদ্ধেকে দেখাশোনা জন্য একজন লোক নিয়োগ করেন। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ পাঠকের এহেন মানবদরদি কার্যকলাপে তাকে নিয়ে গর্বিত ধলাই থানা এলাকাবাসী।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *