মাদকে কেড়ে নিল যুবকের প্রাণ

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : মাদক  সেবনে অকালে প্রাণ গেল এক যুবকের। মৃত যুবক লক্ষীপুর শহরের দূর্গাপল্লির ববি রায় (২১)। শনিবার বিকেল অনুমান আড়াইটা নাগাদ এই যুবককে লক্ষীপুর আর্ল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সারদাচরন খেলার মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ঢিল ছোড়া দূরত্বে তার বাড়ি এবং অন‍্যদিকে লক্ষীপুর পুলিশ থানা। খবর পেয়ে পুলিশ ছুটে আসে খেলার মাঠে। পুলিশ এসে তার পরিবারের লোকদের সহায়তায় পাঠানো হয় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তখনই সবার ধারনা ছিল এই যুবক ওভার ডোজ ড্রাগস সেবন করেছে।

শনিবার রাতেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ববি রায়ের মৃত্যু ঘটে। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ লক্ষীপুরের বাড়িতে নিয়ে আসা হয়। পরে শেষকৃত্য সম্পন্ন করা হয়।  পূর্বে কয়েকমাস তাকে নেশা মুক্তি কেন্দ্রে রাখা হয়েছিল। কিন্তু নিজেকে শুধরাতে পারেনি ববি রায়।     লক্ষীপুরের আর্ল স্কুলের মাঠ ড্রাগস সেবনকারীদের দখলে চলে গেছে বলে বারবার পুলিশকে জানিয়েছেন স্থানীয় সচেতন লোকজন। কিন্তু পুলিশ এব‍্যাপারে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ সত্য প্রম। যত্রতত্র ড্রাগসের অবৈধ ব‍্যবসা কোন অবস্থায় নিয়ন্ত্রণ হচ্ছেনা। ক্রমে বেড়েই চলছে অবৈধ ড্রাগস কারবার। যারফলে উঠতি বয়সের বেশিরভাগ যুবক ড্রাগসের প্রতি আসক্ত হতে দেখা যায়। ড্রাগস সেবনের ফলে পরিবারে অশান্তি সহ ক্ষুদ্র ক্ষুদ্র চুরির ঘটনা প্রায়ই সংঘটিত হচ্ছে।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *