মঙ্গলপুর-বোয়ালি হাওর সমবায়ে ডাল, চিনি, লবণ বিতরণ

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : খাদ্য সুরক্ষার আওতায় এবার রাজ্যের সব রেশন কার্ডধারীদের সুলভমূল্যে ডাল, চিনি, লবণ বিতরণ কর্মসূচী সোমবার আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এদিন এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে সোনাই কেন্দ্রের মঙ্গলপুর-বোয়ালি হাওর সমবায় সমিতির অধীনস্থ সুন্দরী প্রথম খণ্ডের আঞ্জুয়ারা বেগম মজুমদারের ন্যার্য মূল্যের দোকানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিপির প্রাক্তন সহ-সভাপতি তাহেরা বেগম মজুমদারের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, আহমেদ সামসুল আলম, মঙ্গলপুর-বোয়ালি হাওর সমবায় সমিতির সদস্য ফয়জুল হক বড়ভূইয়া, জিপির দশ নম্বর গ্রুপের সদস্য রঞ্জনা বেগম লস্কর, ফখরুল ইসলাম মজুমদার  সহ অন্যান্যরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রোগ্রাম অফিসার আহমেদ সামসুল আলম প্রকল্পটি চালু মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রকল্পটি চালু রাজ্যের লক্ষ লক্ষ রেশন কার্ড হিতাধীকারি উপকৃত হবেন। তিনি বিজেপি সরকারের জনমূখী প্রকল্প তুলে ধরে আগামীতে বিজেপি দলের পাশে থাকার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান। বক্তব্য শেষে কয়েকজন হিতাধীকারিকে সামগ্রীগুলো তুলে দিয়ে এই প্রকল্পের সূচনা বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *