ভেটারেন ক্রিকেটার্সের পঙ্কজ কুমার দেব স্মৃতি বিপিএল ক্রিকেট শুরু

বরাক তরঙ্গ, ১১ মার্চ : শুরু হল ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের মেগা ক্রিকেট লিগ প্রতিযোগিতা। পঙ্কজ কুমার দেব স্মৃতি বরাক প্রিমিয়ার লিগ টি-২০ নামাঙ্কিত এই টুর্নামেন্ট শুরু হয় শুক্রবার। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জিতল ধলাই মুনলাইট ক্লাব ও উধারবন্দ ট্রান্সফরমার্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ধলাই মুনলাইট হারায় ব্লু হিলস ডিমাহাসাওকে। ৭ উইকেটের ব্যবধানে। এদিন টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় ধলাই মুনলাইট। ফলে ব্যাট হাতে নিয়ে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৭৬ রানের টার্গেট খাড়া করে ডিমাহাসাওর দলটি। তাদের একমাত্র ব্যাটসম্যান সুমিত নন্দী (২০) দুই অঙ্কের রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ১৪ রান। পরে ব্যাট করতে নেমে ১০.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৮১ রান করে নেয় ধলাই। তাদের আরিয়ান বড়ভূইয়া ও অভিষেক পালিত উভয়েই ১৯ রান করে করেন এবং বনদীপ চক্রবর্তী ২৪ রানে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। বোলিংয়ে একাই ৩টি উইকেট লাভ করেন বিক্রম চক্রবর্তী।

ভেটারেন ক্রিকেটার্সের পঙ্কজ কুমার দেব স্মৃতি বিপিএল ক্রিকেট শুরু

এই ম্যাচে সেরা নির্বাচিত হন এস এ বড়ভূইয়া। তার হাতে পুরস্কার তুলে দেন সহযোগী স্পনসরার সিম্পি পাল।
টুর্নামেন্টের অপর ম্যাচে উধারবন্দ ট্রান্সফরমার্স হারায় ১১ চ্যালেঞ্জাজার্স হাইলাকান্দিকে। ৮ উইকেটে। এদিন টসে জিতে ব্যাট হাতে নিয়ে ১৯.৫ ওভারে ১৩০ রান করে চ্যালেঞ্জাজার্স। জবাবী ব্যটিংয়ে নেমে ১৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে টার্গেট অতিক্রম করে নেয় উধারবন্দ ট্রান্সফরমার্স। তাদের কৌশিক দত্ত খেলেন ৬০ রানের এক ইনিংস। আজহারুল ইসলাম বড়লস্কর ২৮ ও কৃষানু দত্ত করেন ২১ রান। এই ম্যাচে সেরা নির্বাচিত হন উধারবন্দ দলের কৌশিক দত্ত । পুরস্কার তুলে দেন
কো-স্পনসরার তথা ডিএসএ-র সভাপতি বাবুল হোড়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *