ভূমি ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু, ব্যাপক ক্ষতি ডিমা হাসাও

বরাক তরঙ্গ, ১৪ মে : ভূমি ধসে বছর আটের এক শিশু সহ একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনাটি ডিমা হাসাও জেলার। প্রবল বর্ষনে হাফলং থানার অন্তর্গত হোকাইপুঞ্জিতে ভূমি ধসে শনিবার একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটে। পাহাড়ে ভারি বৃষ্টির দরুন বিভিন্ন স্থানে ভূমি ধসে ব্যাপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমি ধসে মাটি চাপা পড়ে মৃত্যু হওয়া তিনজন হলেন পেরামসুইলংবে জেমি, কিসেতুং জেমি ও নিচিলুংবে জেমি।

ভূমি ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু, ব্যাপক ক্ষতি ডিমা হাসাও

এদিকে ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙের পার্শ্ববর্তী অঞ্চলে ভূমি ধসে বহু বাড়ি ঘর নষ্ট হয়েছে। হাফলং মহাদেব টিলায় জিসি লাংথাসা হাইস্কুল উপর পাহাড় ভেঙ্গে পড়ায় বিদ্যালয়ের পুরনো ভবনের ব্যাপক ক্ষতিসাধন হয় স্কুলের বিভিন্ন নথিপত্র সহ বাই খাতা কমিউটার সব মাটির নীচে চলে যায়। এদিকে গত চারদিনের নাগাড়ে বৃষ্টির জেরে রাজ্যের অনান্য অংশের সঙ্গে ডিমা হাসাও জেলার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানে স্থানে ধস নেমে সড়ক পথ বন্ধ হয়ে পড়ে। ধস পতনের ফলে শিলচর-হাফলং জাতীয় সড়ক বন্ধ হওয়ার পাশাপাশি শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের মাইবাং অংশে ধস নামে। তাছাড়া মহাসড়কের মাইবাঙে কাছে যে সুড়ঙ্গ রয়েছে এতে জল জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এন লেইকুলের কাছে এস কার্ভেও ধস নামার খবর পাওয়া গেছে।

ভূমি ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু, ব্যাপক ক্ষতি ডিমা হাসাও

তাছাড়া হাফলং উমরাংশু দিয়ুংমুখ লংকা সড়ক পথের ঝুনু নালার কাছে রাস্তার বৃহৎ অংশ ধসে পড়ায় সড়ক পথটি বন্ধ হয়ে পড়েছে। এছাড়া হাফলং থেকে দিবারাই ও ডিগরিক যাওয়ার সড়ক পথও ধস নেমে বন্ধ হয়ে পড়েছে। তবে মহাসড়কের মাইবাং অংশে ধস সরিয়ে সাময়িক এই সড়ক পথটি খুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি শিলচর-সৌরাষ্ট্র মহাসড়কের সংযোগী হাফলং-জাটিঙ্গা অংশের বড় হাফলঙে সড়ক পথটির এক বৃহৎ অংশ ধসে পড়ে।
বিশেষ প্রতিবেদক, হাফলং।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *