ভুবনহিল সমবায় কার্যালয় পরিদর্শনে গিয়ে গ্রাহকদের না পেয়ে ক্ষুব্ধ মন্ত্রী পরিমল

বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : ভারতীয় জনতা পার্টির ৪৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী কর্মসূচীর অধীনে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনায় বরাদ্দ রেশন গ্রাহদের মধ্যে সুচারু রূপে বণ্টন করা হচ্ছ কি না এই বিষয়টি সরেজমিনে দেখতে সমবায়ে পৌঁছলেন মন্ত্রী। বুধবার বিকেলে পূর্ব ধলাইর ভুবনহিল সমবায় সমিতি পরিদর্শনে আসেন ধলাইর বিধায়ক তথা রাজ্যের মৎস্য, আবগারি, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ ব্যক্তিদের সঙ্গে নিয়ে গঙ্গানগরস্থিত ভুবনহিল সমবায় সমিতির কার্যালয়ে উপস্থিত হন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কিন্তু সেখানে উপস্থিত হয়ে গ্রাহকদের উপস্থিতি না দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন মন্ত্রী শুক্লবৈদ্য। 

এদিন তিনি সেখানে উপস্থিত বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাশ, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস সহ ভুবনহিল সমবায় সমিতির পরিচালন কমিটি ও কর্মীদের শীঘ্রই সভা আহ্বানের নির্দেশ দেন।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *