বরাক তরঙ্গ, ১১ নম্ভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভিশনারি ড্রিম প্রজেক্ট’গুলোর অন্যতম ‘ভারত মালা’ এবং রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ‘অসম মালা’ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য কঠোর নির্দেশ দিলেন রাজ্যের পশু পালন, পশু চিকিৎসা, মৎস্য ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। মঙ্গলবার শ্রীভূমির জেলা কমিশনারের কনফারেন্স হলে এক জরুরি পর্যালোচনা বৈঠকে তিনি স্পষ্ট জানান, এই দুটি প্রকল্প সম্পন্ন হলে শুধু বৃহত্তর বরাক উপত্যকা নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবেএবং এই অঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, এনআইচআইডিসিএল এবং পূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি বরাতপ্রাপ্ত ঠিকাদারদের সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, “এই প্রকল্পগুলো সরকারের স্বপ্নের প্রকল্প। এর বাস্তবায়নে কোনো রকম আপস করা হবে না। কাজের উপযুক্ত এই মরশুমে কাজের গতি আরো ক্ষিপ্রতর করতে হবে এবং গুণগত মান বজায় রাখতে হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শ্রীভূমি সহ বরাক উপত্যকার ব্যবসায়িক করিডর গুরুত্ব পাবে।” মন্ত্রী প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের স্বার্থ রক্ষার উপরও বিশেষ গুরুত্ব দেন। তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন, যাদের ঘরবাড়ি ও কৃষি জমি প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাঁদের হাতে উপযুক্ত ক্ষতিপূরণ যেন অতি সতর্কতার সঙ্গে এবং দ্রুত তুলে দেওয়া হয়। তিনি সতর্ক করে বলেন, “ক্ষতিগ্রস্তরা যেন কোনো অবস্থায় বঞ্চনার শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।” বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান যাবতীয় জটিলতা অবিলম্বে নিরসন করার জন্য বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দেন।
তিনি বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের এই বৃহৎ প্রকল্প দুটির দ্রুত বাস্তবায়ন বরাক উপত্যকার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগে এক ‘বিপ্লব সৃষ্টি’ করবে। এই পর্যালোচনা বৈঠকে জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী, রবীন্দ্র চন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।


