ভাউরিকান্দি এমই স্কুলের উন্নয়নের অর্থ আত্মসাৎ, জেলাশাসককে স্মারকপত্র 

বরাক তরঙ্গ, ১৩ মে : সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিক সহ অন্যান্য কর্মচারীর বিরুদ্ধে স্কুলের উন্নয়নের টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে জেলাশাসকের দারস্থ ভাউরিকান্দি জনতা এমই স্কুল পরিচালন সমিতি।
সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষাধিকারিক   সহ কর্মীরা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন মজুমদার ও এমএমসিকে অন্ধকারে রেখে স্কুলের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলে স্কুল পরিচালন সমিতি।

শুক্রবার স্কুল প্রাঙ্গণে সাংবাদিক ডেকে স্কুল পরিচালন সমিতির সভাপতি জামাল উদ্দিন লস্কর, হাতিখাল জিপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা এসএমসি-র সদস্য অলিউল ইসলাম মজুমদার, স্কুল পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি সইদ আহমদ, অভিভাবক  এনামুল হক আহমদরা বলেন, ভাউরিকান্দি দ্বিতীয় খণ্ড জনতা এমই স্কুলের উন্নয়ন টাকা পরিচালন কমিটিকে অন্ধকারে রেখে ব্লক শিক্ষাধিকারিক সহ অন্যান্য কর্মীরা আত্মসাৎ করেছেন। তারা এই অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসককে এক স্মারকপত্র প্রদান করেছেন। এদিন সংবাদ মাধ্যমে কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সরেজমিনে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলাশাসকের কাছে দাবি জানান তারা।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *