বিজেপির সঙ্গে মিত্রতায় থেকে পুরসভা নির্বাচনে নামবে অগপ : রমেন্দ্র নারায়ণ

অগপে যোগ দিচ্ছেন কংগ্রেসের বিধায়ক!

বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠলে রাজ্যে অনুষ্ঠিত হবে টাউন, পুরসভা, করপোরেশন ও স্বায়িত্তশাসিত পরিষদের নির্বাচন। এসব নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছে অসম গণ পরিষদ। আঞ্চলিক দলটি বিজেপি দলের সঙ্গে মিত্রতা করে নির্বাচনে অবতীর্ণ হবে বলে আজ এ কথা জানিয়েছেন দলের বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। আসন সম্পর্কে বিজেপি ও এজিপি দুপক্ষই বুঝাবুঝি করে নির্বাচনে অবতীর্ণ হবে। কলিতার মতে, জ্যেষ্ঠ ভাতৃ বিজেপি কনিষ্ঠ ভাতৃ এজিপিকে মর্যাদাপূর্ণ আসন দিবে।
  

অন্যদিকে খুব শীঘ্রই কংগ্রেসের কয়েকজন বিধায়ক অগপ দলে যোগদান করবেন বলে জানান দলের জ্যেষ্ঠ নেতা কলিতা। পশ্চিম গুয়াহাটি কেন্দ্রের বিধায়ক নরেন্দ্র নারায়ণ কলিতা জানান, কংগ্রেসের ২-৩ জন বিধায়ক অগপ দলের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করছেন। আগামী গুয়াহাটি পুর নিগমের ৩১ টি আসনের মধ্যে ১৫ টি আসন বিজেপির কাছ থেকে চেয়েছে অগপ বলে এক সূত্রে জানা গেছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *