বরাকের লোকেল ট্রেন চালুর দাবিতে গণস্বাক্ষর অ‌ভিযা‌নে কৃষক সভা ও সিটুর

বরাক তরঙ্গ, ৫ মার্চ : বরাক উপত্যকার প্রতি‌টি রেলও‌য়ে রুটে লোকাল ট্রেন প‌রি‌ষেবা নিয়‌মিতকর‌ণের দাবিতে সারা ভারত কৃষক সভা ও সিটুর উদ্যোগে গণস্বাক্ষর অভিযানে ব্যাপক সাড়া পড়ল বৃহত্তর পাথারকান্দিতে। গোটা জেলাজুড়ে শুরু হওয়া এই অভিযানের অঙ্গ শুক্রবার কৃষক নেতা কৃপেশ দাশগুপ্তের নেতৃত্বে পাথারকান্দি তেমাথায় দলীয় কর্মীরা স্থানীয় জনগণের কাছ থেকে গণ স্বাক্ষর গ্রহণ করেন। প‌রে এ ম‌র্মে স্থানীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বল‌তে গি‌য়ে বাম দ‌লের নেতারা জানা‌ন, ভয়াবহ কোভিড সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউনের জন্য উত্তর-পূর্ব রেল দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ সংযোগকারী দুরপাল্লার সব ধরণের রেল পরিষেবার সঙ্গে স্থানীয় সবক’টি রেল পরিষেবা বন্ধ করে দেয়। পরবর্তীতে ধীরে ধীরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হবার পর সড়ক পথে সবধরণের যোগাযোগের উপর  নিষেধাজ্ঞা উঠিয়ে নেবার পর দুরপাল্লাগামী রেল পরিষেবা ও স্বাভাবিক হয়।

কিন্তু এক্ষেত্রে আটকে দেওয়া হয় শিলচর-করিমগঞ্জ, করিমগঞ্জ-মহিশাসন, শিলচর-ধর্মনগর ও করিমগঞ্জ-দুল্লভছড়া রুটের লোকাল ট্রেন। প‌রে প্রতীকী হিসেবে এদের মধ্যে দু-একটি ট্রেন চালু করা হলেও তা নিয়‌মিত নয়। ফলে এসব রু‌টের স্থানীয় যাত্রী‌দের প্রতি‌নিয়ত নানা সমস‌্যার মু‌খে পড়‌তে হ‌চ্ছে। তারা আরও বলেন বেশিরভাগ ট্রেনগুলোর সঙ্গে “স্পেশাল” তকমা সে‌ঁটে দিয়ে এসব ট্রেন‌কে প্রতি‌টি স্টেশনে না থামিয়ে যাত্রী দুর্ভোগ বা‌ড়ি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।ফলে এনিয়ে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হ‌য়ে উ‌ঠে‌ছেন সাধারণ যাত্রীরা। এসব সমস‌্যা সহ চারদফা দাবির পরিপ্রেক্ষিতে গোটা জেলায় এই অভিযানের শুরু‌তে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান বাম‌নেতা কৃপেশবাবু। গণস্বাক্ষর অভিযান শেষে তারা উত্তর-পূর্ব রেলের বদরপুর অ্যারিয়া ম্যানেজারের মাধ্যমে জেনারেল ম্যানেজারের উদ্দেশে এই দাবি সম্মিলিত স্মারকপত্র প্রেরণ করবেন। এদিনের গণ স্বাক্ষর কার্যসূচী‌তে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ‌লের মহিতোষ ভট্টাচার্য, মুজ্জাকির আলি অমূল্য দাস, প্রতুল নাথ প্রমুখ।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *