বনতারাপুরের তিনটি স্কুল একত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদ

বরাক তরঙ্গ, ১১ জুলাই : ধলাইয়ের বনতারাপুর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সঙ্গে একই কম্পাউণ্ডে থাকা বনতারাপুর হাইস্কুল, বনতারাপুর এমই স্কুল ও ৬৫৯ নম্বর বনতারাপুর এলপি স্কুলের একত্রীকরণের সরকারি নির্দেশে বৃহত্তর বনতারাপুর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নির্দেশের প্রতিবাদে সোমবার বনতারাপুর মাইয়াইলৌকাই শিববাড়িতে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। বনতারাপুর এলাকার বিশিষ্ট নাগরিক তথা সুন্দরী জিপি জিপি সভানেত্রী এম মমতা সিংহের প্রতিনিধি চুন্নিলাল সিংহের পৌরোহিত্যে অনুষ্ঠিত নাগরিক সভায় একই কম্পাউণ্ডে থাকা তিনটি স্কুল একত্রীকরণের বিরুদ্ধে নাগরিক সহমত ব্যক্ত করেন। নাগরিক সভা বক্তারা বলেন, বনতারাপুর হাইস্কুল ১৯৬০ সালে স্থাপিত হয়। আর এর আগে ১৯৪৭ সালে স্থাপিত হয়েছিল বনতারাপুর এমই স্কুল ও বনতারাপুর ৬৫৯ নম্বর এলপি স্কুল ১৯৫৭ সালে স্থাপিত হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে স্কুল ঐতিহ্য মুছে যাবে। তারা সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বনতারাপুরের তিনটি স্কুল একত্রীকরণের সিদ্ধান্তের প্রতিবাদ

এদিনের নাগরিক সভায় বক্তব্য রাখেন তিনটি স্কুলের জমিদাতা পরিবারের নাগরিক এম অসীম সিংহ, কৃষ্ণানন্দ মুখার্জি, এম রঞ্জিৎ সিংহ প্রমূখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এল নিলমন সিংহ, এল বিনধ সিংহ, হরিবতি সিংহ, এম পবিত্র সিংহ, সিএইচ বসন্ত সিংহ, প্রেমোদিনী সিংহ, সুশীলা সিংহ প্রমুখ।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *