বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইচাবিল চা-বাগানে

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার ইচাবিল চা-বাগান বেসরকারিকীকরনের মুহূর্তে শ্রমিকদের ন্যায্য দাবিদাবা আদায়ের প্রতিবাদে সোচ্চার হলেন স্থানীয় বাগান শ্রমিকেরা। শনিবার বিকেলে ইচাবিল মজদুর সংঘের কার্যালয়ের সামনে জমায়েত হয়ে তীব্র প্রতিবাদ সাব‌্যস্ত করেছেন বাগানের পুরুষ মহিলা শ্রমিক সহ বাগান পঞ্চায়েতের প্রতিনিধিরা। তাঁরা বলেন, তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ আনুসঙ্গিক দাবি মেনে বাগান যেন হস্তান্তর করা হয়। এ ম‌র্মে বাগান পঞ্চায়েত সভাপতি রাজু কুর্মি সাংবাদিকদের বলেন, তাঁরা খবর পেয়েছেন যে বাগানটি এটিসির অধীন থেকে বেসরকারি মালাকানাধীন হতে চলেছে।এমতাবস্তায় তাঁরা শ্রমিকের বকেয়া পাওনা সহ রেশন সামগ্রী সহ শ্রমিক আবাস বরাদ্ধের দাবি উত্থাপন করেছেন।

তাছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিকদের পরিবর্তে তাঁর পরিবারের সদস্যকে কাজে নিযুক্ত করা এবং সরকারি ঘোষণা মতে শ্রমিকদের দৈনিক হাজিরা ২২৮ টাকা দেওয়া দাবি করেন।উনি আরও বলেন পূর্বতন এটিসি কোম্পানির নিয়মানুসারে নতুন মালিকপক্ষ বাগানটি যেন পরিচালনা করেন এই আহ্বান করেছেন। পরে এ ব‌্যাপা‌রে বাগান পঞ্চায়েতের সহসভাপতি রাজু বারই ও সহসম্পাদক উত্তম রবিদাস সাংবাদিকদের বলেন, তাঁরা বাগান ম্যানেজারের মারফতে জানতে পারেন তাঁদের বাগানটি বেসরকারি করনের পথে যাচ্ছে। তাই তাদের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে ইচাবিল চা বাগানের কারখানা বন্ধ রয়েছে তথাপি শ্রমিকেরা কাজ করে বাগানটি সচল রেখেছেন। যেদিন বাগানের দুর্দশা ছিল তখন তারা বাগানটি টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ ছিলেন। তবে এখন যখন প্রাইভেটের দিকে গতি করছে তাহলে পাওনা গ্র্যাচুয়িটি এরিয়ার টাকা সহ স্থায়ী শ্রমিকের বদলির পরিবর্তে পরিবারের সদস্যকে নিয়োগ করার ব্যাপার নিয়ে পঞ্চায়েত বা শ্রমিকদের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ এমন সিদ্ধান্তে তাঁদের ভবিষ্যত নিরাপত্তা নিয়ে এক বিরাট প্রশ্ন চিহ্ন দেখা দি‌য়ে‌ছে। তাই স্পষ্ট ভাবে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেটানোর বিষয়টি উল্লেখ করে যেন বাগান কর্তৃপক্ষ বিহিত সিদ্ধান্ত নেন এমন অনুরোধ জানান বাগান পঞ্চায়েত প্রতিনিধিরা। তাঁরা বলেন, শ্রমিকদের হিতে সিদ্ধান্ত গ্ৰহণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালেরও দৃষ্টি আকৰ্ষণ করেছেন।

বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইচাবিল চা-বাগানে

এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক রাজু নুনিয়া, জালাল উদ্দিন, সুজিত নুনিয়া, কিশোর বাক্তি, রাজকুমার নুনিয়া, উত্তম পাশি, লক্ষ্মী মোড়া, আমিরুন বিবি, মণি তাঁতোয়া প্রমুখ।

বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ ইচাবিল চা-বাগানে

Author

Spread the News