ইস্তফা দিলেন আতিশি মারলেনা

৯ ফেব্রুয়ারি : দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি এলজি ভিকে সাক্সেনার কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির পরাজয়ের পর, দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী মারলেনা আজ লেফটেন্যান্ট গভর্নর ভিকে-এর সঙ্গে দেখা করার পর তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বছরের ২১ সেপ্টেম্বর অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর তিনি দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

তবে, তার মেয়াদ মাত্র সাড়ে চার মাস স্থায়ী হয়েছিল। অতীশী দিল্লির তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হন। তার আগে, প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজ এবং প্রয়াত কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত, যিনি ১৫ বছর ধরে দিল্লি শাসন করেছিলেন, তারাও দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন।

ইস্তফা দিলেন আতিশি মারলেনা
ইস্তফা দিলেন আতিশি মারলেনা

Author

Spread the News