ফেরী পার করতে গিয়ে রুকনি  নদীতে তলিয়ে যাওয়া সমীরনের মৃতদেহ ভেসে উঠল

বরাক তরঙ্গ, ১ জুলাই : তিন দিনের মাথায় রুকনি নদীর জলে তলিয়ে যাওয়া সমীরণ দাসের লাশ ভেসে উঠল। ধলাই আরাধনপুরের বাসিন্দা বছর ৪৫ এর সমীরণ দাস বুধবার সকাল ১১ টায় চান্নিঘাট জিপি ও শেওরারতল জিপির মধ্যবর্তী আরাধনপুর ফেরীঘাটে রুকনি নদী পার হওয়ার সময় নদীর জলে তলিয়ে যান। এর পর থেকে তিনি ছিলেন নিখোঁজ। এসডিআরএফ বাহিনী সমীরনের খুঁজে বুধবার ও বৃহস্পতিবার দুই দিন নদীতে অভিযান চালিয়ে খোঁজ পাইনি। 

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিলোমিটার নিচে সপ্তগ্ৰাম জিপিতে ইসলামাবাদে নদীর জলে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। ছুটে আসেন সমীরনের পরিবারের লোকজনও, পরিবারের লোকেরা লাশটি সমীরন দাসের বলে সনাক্ত করেন। ধলাই থানার ওসি কপিল দেবনাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সমীরণ দাসের পরিবারে রয়েছেন স্ত্রী, একপুত্র, বিবাহিত দুইকন্যা। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *