ফাইনাল স্থগিতের অার্জি,
২৩ ফেব্রুয়ারি এসিএ-র তদন্ত কমিটিতে হাজির হবে শিলচর ডিএসএ

বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : গোলাঘাটের ঘটনাটি স্পর্শকাতর। এই ইস্যুতে সোসাল মিডিয়ায় একটি পোস্ট পুরো বিষয়টিকে অারও জটিল করে তুলবে। তাই এনিয়ে প্রকাশ্যে এবং সোস্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে ডিএসএ। শনিবার সকালে ডিএসএ-র অনূর্ধ্ব ১৯ খেলোয়াড়দের সঙ্গে এক বৈঠক করে শিলচর ডিএসএ । এতে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট শাখা সচিব নিরঞ্জন দাস, দলের কোচ তথাগত দেবরায়ও উপস্থিত ছিলেন। শিলচর ডিএসএ-র সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং খেলোয়াড়দের বুঝিয়ে বলেছেন, ” এনএফ রেল এবং যোরহাট ম্যাচে যেসব ঘটনা ঘটেছে তা নিয়ে খেলোয়াড়দের মাথা ঘামানোর দরকার নেই। এটা পুরোপুরি প্রশাসনিক ব্যাপার। কাজেই এসব নিয়ে খেলোয়াড়দের ভাবার দরকার নেই। তোমরা ক্রিকেটে মনোনিবেশ করো। গোলাঘাটের কথা ভুলে অাগামীকাল থেকে অনুশীলন শুরু করো।” সভার আগে জে কে বরুয়া ট্রফির ফাইনাল অাপাতত স্থগিত রাখতে অাসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)-র কাছে অার্জি জানিয়েছে শিলচর ডিএসএ। এনিয়ে এসিএ-কে অার্জি জানিয়ে একটি চিঠি দিয়ে বলেছে যে, এন এফ রেল এবং যোরহাট ম্যাচের ম্যাচ ফিক্সিঙের তদন্ত না হওয়া পর্যন্ত ফাইনাল ম্যাচ যেন স্থগিত রাখা হয়।

এদিকে, এই ম্যাচ ফিক্সিং -এর অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের ক্রিকেট নিয়ামক সংস্থাটি। আর এইজন্য এসিএ-কে ধন্যবাদ জানান সচিব বিজেন্দ্রপ্রসাদ সিং। এক প্রেস বার্তায় তিনি জানান, “অামাদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে এসিএ। অাগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ করা হবে। অামাদের ডাকা হয়েছে। সাক্ষ্য দিতে অামরা যাব। ক্রিকেটকে স্বচ্ছ রাখতে এসিএ যে রকম উদ্যোগ নিয়েছে, তাকে অামরা স্বাগত জানাই। তদন্তের স্বার্থে অামরা এসিএ-কে সব রকম সহযোগিতা করব।”
প্রতিবেদক: ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *