পাথারকা‌ন্দির লক্ষিপু‌র বিএসএফ ক‌্যা‌ম্পে ‌সামগ্রী বণ্টন

বরাক তরঙ্গ, ২৫ মার্চ : নি‌জে‌দের কর্তব্যের পাশাপা‌শি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে জনকল্যাণমুখী কাজ অব্যাহত রেখেছে বিএসএফ। এ ম‌র্মে শুক্রবার পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী পাথারকান্দির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষীপুরে সিভিক অ‌্যাকশন অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিকলাঙ্গ লোক‌দের ট্রাই সাইকেল, গরীব ছাত্রছাত্রীদের মধ্য খেলার সামগ্রী, দুস্থ মহিলাদের আত্মনির্ভরশীল করতে সেলাই মে‌শিন ও পিছপড়া কৃষকদের মধ্য কৃষি কাজ সহ‌যো‌গি বিভিন্ন সামগ্রী বণ্টন করে বিএসএফের লক্ষীপুর ১৩৪ ব্যাটেলিয়নের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরু‌তে বিভিন্ন স্কুলের কচিকাঁচারা বিভিন্ন ধরনের নৃত্য ও সংগীত পরিবেশন করে।প‌রে মূখ্য অতিথির ভাষনে ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার বলেন সিভিক অ‌্যাকশন অনুষ্ঠানের মাধ্যমে ভারত সরকার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিএসএফের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বণ্টন করে আস‌ছে।এ‌দিন তিন লক্ষ টাকার সামগ্রী বন্টন করা হয়।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *