উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট হয়ে অন্তত ১২২ জনের মৃত্যু
২ জুলাই : আবারও সংবাদ শিরোনামে হাথরাস। উত্তরপ্রদেশে ফের হুড়োহুড়িতে মৃত্যু হল। এবার পদপিষ্ট হয়ে কমপক্ষে উত্তরপ্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে অন্তত ১২২ জনের (বেসরকারি মতে) মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও সরকারি মতে মৃতের সংখ্যা ৬০।
জানা গিয়েছে, রতিভানপুরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল মঙ্গলবার। অনুষ্ঠান শেষ হতেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক পুণ্যার্থী জমায়েত হওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। লোকসভায় এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।