নির্যাতন সহ্য করতে না পেরে দুধের শিশুদের রেখে প্রাণ ভয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছি : সলগইর গৃহবধূ

বরাক তরঙ্গ, ১৫ মে : পালিয়ে যাইনি, শ্বশুর বাড়িতে নির্যাতন, বিশেষ করে ভাশুরের অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে যমজ দুই দুধের শিশু পুত্রকে স্বামীর বাড়িতে রেখে পালংঘাটে বাবার বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছি। রবিবার পালংঘাটে বাবার বাড়িতে বসে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানান করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন সলগইর গৃহবধূ রীতা দাস। বাজারের বাসিন্দা প্রয়াত পরিমল দাসের ছেলে বাঁশি দাসের পত্নী তথা ধলাই থানা এলাকার পালংঘাটের বাসিন্দা চান্দু দাসের মেয়ে রীতা দাস জানান, গত শুক্রবার স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বাজারিছড়া পুলিশের সহযোগিতায় সলগই বাজারে স্বামীর বাড়িতে গিয়ে যমজ দুই শিশু পুত্রকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছেন। এবং এখন তিনি দুই শিশু পুত্রকে নিয়ে পালংঘাটে বাবার বাড়িতেই রয়েছেন।

উল্লেখ্য সুদূর বেঙ্গালুরুতে বেসরকারি কোম্পানিতে কর্মরত থাকা অবস্থায় সলগই এলাকার বাসিন্দা বাঁশি দাসের সঙ্গে পরিচয় হয়েছিল পালংঘাটের চান্দু দাসের মেয়ে রীতা দাসের। পরিচয় থেকে ভালোবাসা। ও পরে দুজনে বিয়ে করে সেখানেই দাম্পত্য জীবন শুরু করেন। আর এ অবস্থায় তাদের ঘরে  দুই যমজ শিশু পুত্রের জন্ম হয়।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *