ধুলোর ঝড়, বুড়িবাইলে সড়ক অবরোধ গ্রামবাসীর

বরাক তরঙ্গ, ১৪ মার্চ : বালু মহালের দিনরাত বালু ভর্তি গাড়ি চলাচলের ফলে ধুলো ঝড়ে নাকাল গ্রামবাসী শেষমেশ সড়ক অবরোধে নামতে বাধ্য হলেন। সোমবার সকাল ৯ টা থেকে বুড়িবাইল দ্বিতীয় খণ্ডে সড়ক অবরোধ আন্দোলন শুরু করেন জনগণ। এতে ব্যস্ততম ওই সড়কে বালুর গাড়ি সহ অসংখ্য গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অবরোধস্থলে ছুটে আসেন বড়খলা থানার ওসি মনমোহন রাউত, এসআই নুরুল ইসলাম, এএসআই জাকির হোসেন মজুমদার। ওসি রাউত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে নিয়মিত জল ছিটানোর আশ্বাস দিলে বেলা ১১ নাগাদ সড়ক অবরোধ আন্দোলন প্রত্যাহার করা হয়।

ছেছরি-গণিরগ্রাম পিএমজিএসওয়াই সড়ক থেকে বুড়িবাইল মোহনপুর ফেরিঘাট রাস্তাটি ওই বৃহত্তর অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র রাস্তা। কিন্তু ইদানিং বুড়িবাইল পানীয় জল প্রকল্পের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার নিয়ম বহির্ভূত ভাবে এক্সেবেটর দিয়ে পাইপ লাইনের নালা খনন ও মোহনপুরে বরাকে বালু মহালের দিনরাত বালু ভর্তি গাড়ি চলাচলের ফলে ধুলো ঝড়ে অতিষ্ঠ হয়ে উঠেন গ্রামবাসী। শুকনো মরসুম ও ধুলোর ঝড়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ। রাস্তা দিয়ে গ্রামের মানুষ পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। রাস্তার পাশে থাকা শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ ঘরবাড়ি ধুলোময় হয়ে পড়েছে। এমতাবস্থায় স্থানীয় সমাজকর্মী আব্দুল বাসিত লস্কর রাস্তায় মানুষ চলাচলের জন্য পানীয় জল প্রকল্পের ঠিকাদার ও বালু মহালের মহালদারদের কাছে জল ছিটানোর দাবি জানান। এতে কেউ পাত্তা দেননি। উল্টে আব্দুল শুক্কুর বড়ভুইয়া নামের এক মহালদার আব্দুল বাসিতের সঙ্গে নাকি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তাঁর। এখবর চাউর হতে গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অবশেষে সড়ক অবরোধ করতে বাধ্য হন গ্রামের মানুষ।
প্রতিবেদক : জাকুয়ান আহমেদ, বড়খলা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *