দোকান ও গুদামঘর থেকে ৪১৩ বস্তা খাদ্য সুরক্ষার চাল বাজেয়াপ্ত

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : উধারবন্দ থেকে ৪১৩ বস্তা খাদ্য সুরক্ষার চাল বাজেয়াপ্ত করা হল। উধারবন্দের সার্কল অফিসার ও সরবরাহ বিভাগের আধিকারিকদের এক যৌথ অভিযানে বৃহস্পতিবার এই বৃহৎ পরিমান চাল বাজেয়াপ্ত করা হয়।

দোকান ও গুদামঘর থেকে ৪১৩ বস্তা খাদ্য সুরক্ষার চাল বাজেয়াপ্ত

গোপন সূত্রের খবরের ভিত্তিতে উধারবন্দের সার্কল অফিসার ঋতুরাজ বরদলৈ এর নেতৃত্বে পানগ্রামের তমিজ উদ্দিন লস্কর নামের এক ব্যক্তির দোকান এবং দুটি গুদামঘর থেকে এই চাল বাজেয়াপ্ত করা হয়। ২০৩ বস্তা চাল অভিযুক্তের দোকান থেকে এবং বাকি চাল দুটি গুদামঘর থেকে উদ্ধার করা হয়। গুদামগুলি সিল করে দেওয়া হয়েছে।  অভিযুক্ত তমিজউদ্দিন লস্করকে পরে গ্রেফতার করে উধারবন্দ থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন থেকে অভিযুক্ত এই ব্যবসায়ী এ ধরনের অবৈধ কাজকর্ম চালিয়ে যাওয়ার খবরের পরিপ্রেক্ষিতে প্রশাসনিক ও সরবরাহ বিভাগের আধিকারিকরা বৃহস্পতিবার এই হানা দেন।
প্রতিবেদক : মুন্না আচার্য, শিলচর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *