টিকটকার তরুণীকে অপহরণ করে প্রকাশ্যে হত্যা জঙ্গীদের

১০ নভেম্বর : উত্তর মালিতে জনপ্রিয় একজন টিকটকার তরুণীকে অপহরণ করে প্রকাশ্যে হত্যা করল আল-কায়দা সংশ্লিষ্ট জঙ্গীরা। রবিবার নিহত তরুণীর পরিবার এবং স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে।

নিহত টিকটকারটির নাম মরিয়ম সিসে। যিনি উত্তর টিমবুক্টু অঞ্চলের টোনকা শহরের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, তিনি তার শহরের অশান্ত পরিবেশের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করতেই তাকে সহিংসতার শিকার হতে হয়। টিকটকে তার প্রায় ৯০,০০০ অনুসারী ছিল। কিন্তু সূত্রের খবর, তার অপহরণকারীরা তার বিরুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করার অভিযোগ এনেছিল। এরপরেই তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। তার মৃত্যুর খবরটি গোটা দেশকে হতবাক করেছে। ২০১২ সাল থেকে দেশটিতে বিদ্রোহ দমনের লড়াই চলছে।

নিহত টিকটকারের ভাই জানিয়েছেন, “আমার বোনকে গত বৃহস্পতিবার জঙ্গীরা গ্রেফতার করেছিলেন। তার বিরুদ্ধে জঙ্গীরা মালির সেনাবাহিনীকে তথ্য পাচারের অভিযোগ এনেছিলেন। পরের দিন, তারা তাকে মোটরবাইকে করে টোনকা নিয়ে যায়, যেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। পাবলিক স্কোয়ারে মারিয়াম সিসেকে জঙ্গীরা হত্যা করেছে।”
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *