জিরিবামে গিয়ে মণিপুর সরকারের ত্রাণ সমঝে নিলেন জেলাশাসক কীর্তি জাল্লি

বরাক তরঙ্গ, ২৮ জুন : বন্যায় বিধ্বস্ত কাছাড় জেলায় এবার পাশ্ববর্তী রাজ্য মণিপুর থেকে সাহায্য সামগ্রী পৌঁছল। মঙ্গলবার কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি মণিপুর সরকারের সাহায্য সামগ্রী জিরিবামে গিয়ে সমঝে নেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষীপুরের ভারপ্রাপ্ত মহকুমাশাসক সুদীপ নাথ। মণিপুর সরকারের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা বিভাগের পক্ষ থেকে সে রাজ‍্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ সর্বমোট এক কোটি টাকার সাহায্য সামগ্রী সোমবার ইম্ফল থেকে লরিতে লোড করে পাঠিয়ে দেন।

মঙ্গলবার ত্রাণ ভর্তি তিনটি লরি জিরিবাম এসে পৌছায়। জিরিবাম থেকে এগুলো সমঝে দেন জিরিবামের জেলাশাসক ডব্লিউ মালেংবাচাংলেই, অতিরিক্ত জেলাশাসক জেমশন হাংশিং, বড়বেকড়া মহকুমাশাসক এস ইন্দ্রজিৎ সিংহ ও জিরিবামের অতিরিক্ত পুলিশ সুপার সদানন্দ সিংহ। শুধু এক কোটি টাকার ত্রাণ সামগ্রী নয়, সঙ্গে ৪০ জনের এসডিআরএফ টিম উদ্ধার কাজের জন্য কাছাড়ে পাঠিয়েছেন মনিপুরের মূখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। এতে রয়েছে ১৩৫ কুইন্টাল চাল, ১০২ ব্যাগ ডাল, ১২০ ব‍্যাগ লবন, ১২০ কার্টুন ভোজ‍্য তেল সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও মণিপুরের কয়েকটি অগ্রনী অরাজনৈতিক সংগঠনের কর্মকর্তা দেরকে অসমের বানভাসিদের সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন প্রতিবেশী রাজ‍্যের মূখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। উল্লেখ্য, এর আগে মিজোরাম থেকে ইয়ং ম্যান অ্যাসোসিয়পশন পানীয়জল নিয়ে আসে কাছাড়ে।
প্রতিবেদক : কেএইচ লস্কর, লক্ষীপুর।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *