কুড়ি বছরে নেই কোন কাজ, মন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি, সড়ক সংস্কারে ধলাই রাজনগরের যুবকদের

বরাক তরঙ্গ, ৫ মে : দক্ষিণ ধলাইয়ের রাজনগরে ভাগা-বিদ্যাধরপুর সড়ক থেকে জীবনগ্রামের সঙ্গে সংযোগী সড়কটি বেহাল হয়ে উঠেছে। রাজনগর ও জীবনগ্রাম দু’টি জিপির সংযোগকারী প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে সড়কটি সংস্কারের জন্য অর্থ মঞ্জুর হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত বিশ বছর আগে একবার সড়কের সংস্কারকাজ হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে অর্থ মঞ্জুর হলেও সড়কের সম্মুখভাগে কিছু অংশ কাজ করে কাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

কুড়ি বছরে নেই কোন কাজ, মন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি, সড়ক সংস্কারে ধলাই রাজনগরের যুবকদের

সড়কটির হাল ফেরাতে জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী তথা ধলাই বিধায়ক পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টিগোচর করেও আখেরে কোন লাভ হয়নি। স্থানীয় যুবকরা জানান, প্রতিবছর বর্ষার মরসুমে সাধারণ মানুষ ও বিভিন্ন স্কুলে যাতায়াতকারী ছাত্র-ছাত্রীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

কুড়ি বছরে নেই কোন কাজ, মন্ত্রীকে জানিয়েও লাভ হয়নি, সড়ক সংস্কারে ধলাই রাজনগরের যুবকদের

বর্ষার মরসুমের যাতে ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ যাতায়াতে বাধার মুখে না পড়েন তাই সড়কের সংস্কার কাজে হাত দিয়েছেন এলাকার প্রায় জনেক পঞ্চাশ যুবক। বৃহস্পতিবার থেকে কাজ শুরু করেন এবং আগামী তিন দিন এভাবে কাজ করে অন্তত দুই কিলোমিটার অংশ চলাচলের উপযোগী করে তোলার প্রচেষ্টা করবেন যুবকরা।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *