কার্ড বদল করে বিশ হাজার তুলে নিল প্রতারক, সিসি ক্যামেরায় শনাক্ত করে ধরলেন একজনকে জনতা

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : এটিএম কাউন্টারের পাশের দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়ল প্রতারক। সোমবার এক যুবককে পাকড়াও করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সমঝে দিলেন জনতা। ঘটনাটি নিলামবাজারের।

গত শনিবার করিমগঞ্জের  আলমখানী গ্রামের আব্দুল হাসিব দক্ষিণ নিলামবাজার আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএম কাউন্টারে টাকা তুলতে যান। মেশিনে কার্ডটি ঢুকানোর সময় কাউন্টারের ভিতরে থাকা দুই যুবকের একজন কার্ডটি মেশিন থেকে বের করে ঠিকমতে ঢুকানো হয়নি বলে জানায়। আর সে মুহূর্তের মধ্যে কার্ড বদলি করে নেয়। পর দিন রবিবার কার্ড দিয়ে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা তুলে নেয় প্রতারক দুই যুবক।

সোমবার হাসিব থানা আসেন। থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পান আইনুল কাউন্টারের পাশে দাঁড়িয়ে রয়েছে। এর আগে সিসিটিভি ফুটেজ থেকে তাকে সনাক্ত করা হয়। তিনি তাকে আটকে টাকা চান, তখন সে জানায় টাকা বনমালির এক যুবক নিয়েছে। সে ওই যুবকের গাড়ি চালক। এরপর বাজারে আমজনতা খবর পেয়ে ভিড় জমান। তাকে ধরে উত্তম মাধ্যম শুরু করেন। শেষে নিলামবাজার পুলিশের হাতে সমঝে দেন তাকে। আটক যুবক বারইগ্রামের আইনুল হক বলে জানা যায়।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *