১২ নভেম্বর : কলম্বিয়ায় আবারও মাদকচক্র ও গেরিলা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার পরিচালিত এক সুনিয়ন্ত্রিত সামরিক অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতরা মূলত নিষিদ্ধ গেরিলা সংগঠন ফার্কের (এফএআরসি) একটি বিভক্ত শাখার সদস্য, যারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক কারবার ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযানটি মূলত ফার্কের অবশিষ্ট শাখার সামরিক ঘাঁটি ও লজিস্টিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে। মঙ্গলবার ভোরে একযোগে আকাশ ও স্থল থেকে হামলা চালানো হয়। লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠীটির কার্যক্ষমতা ভেঙে দেওয়া এবং দেশব্যাপী মাদকচক্রের মূল শক্তি দুর্বল করা। সাম্প্রতিক মাসগুলোতে এসব গোষ্ঠীর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানের বিস্তারিত বিবরণে কলম্বিয়ার নৌবাহিনীর অ্যাডমিরাল ফ্রান্সিসকো কিউবিডস জানান, নিহতরা ফার্কের একটি সক্রিয় শাখার সদস্য। তারা দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত জঙ্গলে আশ্রয় নিয়ে মাদক উৎপাদন, অর্থপাচার এবং অস্ত্র চোরাচালানের সঙ্গে যুক্ত ছিল। অভিযানে সেনাবাহিনী শুধু ১৯ জন সন্ত্রাসীকেই হত্যা করেনি, বরং বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম, গোলাবারুদ এবং যোগাযোগ ডিভাইসও উদ্ধার করেছে।


